জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ বাস্তবায়ন এবং স্থায়ী বিধানে যুক্ত করার দাবিতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি মাথায় নিয়েই শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধারা। শত শত মানুষ অবস্থান নেন। এতে টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর ও কিশোরগঞ্জের মানুষই ছিলেন বেশি। কিশোরগঞ্জ সদরের মতিউর রহমান বলেন, এর আগেও আমরা দুই-তিনবার মানববন্ধন করেছি। আমাদেরকে শুধু আশ্বাস দিয়ে বিদায় করা হয়েছে। টাঙ্গাইল থেকে আসা সাইফুল বলেন, ‘আমাদের নির্দিষ্ট কোনো নেতৃত্ব নেই। আমরা সবাই জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঐক্যবদ্ধ হয়েছি। এই সনদ আমাদের অধিকার। শুক্রবার সকালের মধ্যেই শাহবাগ মোড় লোকে লোকারণ্য হয়ে যাবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।’ দেখা যায়, জাতীয় জাদুঘর সংলগ্ন মেট্রোরেলের স্প্যানের নিচে ছোট করে মঞ্চ বানিয়ে শহীদ পরিবারের সদস্যরা অবস্থান নিয়েছেন।