বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, শিল্প ও গণপূর্ত এবং বাণিজ্য মন্ত্রণালয়ের তিন উপদেষ্টা শুক্রবার ভোলায় প্রস্তাবিত গ্যাসভিত্তিক ইউরিয়া সার কারখানার স্থান পরিদর্শন করেন। মুহাম্মদ ফাওজুল কবির খান, আদিলুর রহমান খান ও শেখ বশির উদ্দীন জানান, ভোলার পর্যাপ্ত গ্যাস সম্পদকে কাজে লাগিয়ে সার উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। তারা বোরহানউদ্দিন উপজেলার বাপেক্সের গ্যাসক্ষেত্রও পরিদর্শন করেন, যেখানে নয়টি কূপ খনন সম্পন্ন হয়েছে এবং আরও পাঁচটি কূপ খননের প্রস্তুতি চলছে। আদিলুর রহমান খান বলেন, কারখানার সম্ভাব্যতা যাচাই ও স্থান নির্ধারণই তাদের সফরের মূল উদ্দেশ্য। তিনি আরও জানান, সার ব্যবস্থাপনা জোরদারে দেশে ৩৪টি বাফার গোডাউন নির্মাণ হচ্ছে, যার একটি ভোলায়। পরে জেলা প্রশাসকের সভাকক্ষে স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভাও অনুষ্ঠিত হয়।