বাংলাদেশের প্রখ্যাত আলোকচিত্রী, লেখক ও মানবাধিকার কর্মী ড. শহিদুল আলম ইসরায়েলি বন্দিদশা থেকে মুক্তি পেয়েছেন। গত ৮ অক্টোবর ইসরায়েলি দখলদার বাহিনী ফ্রিডম ফ্লোটিলার ‘কনশানস’ জাহাজ থেকে তাকে অপহরণ করে নিয়ে যায়। পরে তাকে নিয়ে যাওয়া হয় নেগেভ মরুভূমির কুখ্যাত কেৎজিয়েত কারাগারে, যেখানে ফিলিস্তিনি বন্দীদের ওপর নৃশংস নির্যাতনের অভিযোগ রয়েছে। আজ শুক্রবার তিনি মুক্তি পেয়ে তুরস্কে পৌঁছেছেন টার্কিশ এয়ারলাইন্সের টিকে ৬৯২১ ফ্লাইটে। বাংলাদেশের রাষ্ট্রদূত আমানুল হকের বরাতে জানা গেছে, তিনি আজ রাতেই আরেকটি টার্কিশ এয়ারলাইন্স ফ্লাইটে দেশে ফিরবেন। ফ্লাইটটি স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত ৯টা ৪৫ মিনিট) ইস্তাম্বুল থেকে ছেড়ে শনিবার ভোর ৪টা ৫৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে। তার মুক্তি ও দেশে ফেরার খবরে স্বস্তি ও আনন্দ প্রকাশ করেছেন সহকর্মী, মানবাধিকারকর্মী ও শুভানুধ্যায়ীরা।