২০২৬ সালের মার্কিন ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারির আবেদন প্রক্রিয়া থেকেও বাংলাদেশ বাদ পড়েছে। অর্থাৎ, বিগত কয়েক বছরের মতো এবারও বাংলাদেশিরা আবেদন করতে পারবেন না। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নির্দেশনা অনুযায়ী, যেসব দেশ থেকে অভিবাসনের হার বেশি, তাদের নাগরিকরা ডিভি প্রোগ্রামে অংশ নিতে পারেন না। এ কারণে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, চীন ও দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলোকে এ বছরও বাদ দেওয়া হয়েছে। ডিভি লটারি মূলত এমন দেশগুলোর জন্য, যেখান থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন তুলনামূলকভাবে কম হয়। প্রতি বছর এই প্রক্রিয়ায় সর্বোচ্চ ৫৫ হাজার মানুষ যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পান। এশিয়ার ৩১টি দেশ যেমন নেপাল, ভুটান, মালয়েশিয়া ও শ্রীলঙ্কা অংশ নিতে পারলেও বাংলাদেশিরা আবারও সুযোগ হারালেন, যা অনেকের জন্য বড় হতাশার খবর।