কায়রোতে মিশরের গোয়েন্দা প্রধান হাসান রাশেদের সঙ্গে বৈঠক করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রতিনিধি দল। বৈঠকে গাজা যুদ্ধবিরতি চুক্তির অগ্রগতি, ইসরাইলের লঙ্ঘন এবং চুক্তির দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা হয়। হামাস জানায়, তারা যুদ্ধবিরতির প্রথম ধাপ বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ, তবে ইসরাইলের অব্যাহত হামলা চুক্তিকে দুর্বল করছে। সংগঠনটি মধ্যস্থতাকারীদের আহ্বান জানায়, লঙ্ঘনের ঘটনাগুলো নথিভুক্ত করে তা বন্ধে তাৎক্ষণিক পদক্ষেপ নিতে। গাজার সরকারি গণমাধ্যম জানায়, যুদ্ধবিরতির পর থেকে ইসরাইলি বাহিনীর হামলায় ৩৪২ জন ফিলিস্তিনি নিহত ও শত শত আহত হয়েছেন। ইসরাইল জানিয়েছে, জিম্মি ইসরাইলিদের সব লাশ ফেরত না পাওয়া পর্যন্ত দ্বিতীয় ধাপের আলোচনা শুরু হবে না। হামাস বলছে, গাজায় ব্যাপক ধ্বংসযজ্ঞের কারণে লাশ উদ্ধারে সময় লাগছে। এই বৈঠক মিশরের মধ্যস্থতাকারী ভূমিকার ধারাবাহিকতা নির্দেশ করে।