বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানিয়েছেন, সরকার ভোজ্যতেলের দাম বাড়ায়নি—এমনকি কোনো অনুমোদনও দেওয়া হয়নি। রাজধানীর পূর্বাচলে মঙ্গলবার (১৪ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া ব্যবসায়ীরা দাম বাড়াতে পারেন না। এ ক্ষেত্রে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও সতর্ক করেন তিনি। এর আগে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন জানিয়েছিল, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। তাদের ঘোষণার পর বোতলজাত ও খোলা সয়াবিন ও পাম তেলের দাম বাড়ে, যা ১৪ অক্টোবর থেকে কার্যকর হয়। এতে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয় যে সরকার নতুনভাবে দাম বাড়িয়েছে। তবে বাণিজ্য উপদেষ্টা স্পষ্ট করেছেন, সরকার কোনো নতুন নির্দেশনা দেয়নি এবং বাজারে অনিয়ন্ত্রিত মূল্যবৃদ্ধি রোধে সতর্ক নজরদারি অব্যাহত রয়েছে।