পাকিস্তানের ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি হিসেবে ফিল্ড মার্শাল র্যাংক পেয়েছেন সেনাপ্রধান আসিম মুনির। প্রতিক্রিয়ায় সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, ভালো হতো ফিল্ড মার্শাল না করে বরং তাকে ‘রাজা’ ঘোষণা করা উচিত ছিল। কারণ এখন দেশে জঙ্গলের আইন চলছে, আর জঙ্গলের আইনে তো রাজাই থাকে। তিনি বলেন, খাইবার পাখতুনখাওয়ার অঞ্চলে ড্রোন হামলায় নিরীহ নাগরিকদের মৃত্যুতে অত্যন্ত দুঃখিত এবং এর তীব্র নিন্দা জানাচ্ছি। ইমরান খান বলেন, আমার সঙ্গে চুক্তির গুজব ছড়ানো হচ্ছে। কোনো চুক্তি হয়নি এবং চুক্তি সম্পর্কে আলোচনাও চলছে না, এগুলো সবই মিথ্যা। উল্লেখ্য, ইমরান খান এখন কারাবন্দি। ট্রায়াল কোর্টে পরিবার ও সাংবাদিকদের সাথে কথা বলার সময় এসব বলেন তিনি।