আশুলিয়ায় জুলাই-আগস্ট আন্দোলন চলাকালে সাতজনকে হত্যা ও ছয়জনের লাশ পোড়ানোর অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ সাক্ষ্যগ্রহণের ১৪তম দিন চলছে। সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ ১৬ জন এ মামলার আসামি। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আজ আরও দুইজন সাক্ষীর জবানবন্দি শুনবেন। এ পর্যন্ত ১৮ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন, যাদের মধ্যে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা ও নিহতদের স্বজনরা। মামলার ঘটনাটি ঘটে গত বছরের ৫ আগস্ট আশুলিয়ায়, যখন পুলিশ ছয় তরুণকে গুলি করে হত্যা করে এবং পরে তাদের লাশ পুলিশ ভ্যানে তুলে আগুনে পুড়িয়ে ফেলে। একজন জীবিত থাকলেও তাকেও জীবন্ত পুড়িয়ে মারা হয়। আটজন আসামি গ্রেপ্তার রয়েছেন, আর সাবেক এমপি সাইফুলসহ আটজন এখনো পলাতক। গত আগস্টে ট্রাইব্যুনাল আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে বিচার শুরু করে।