উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, আসন্ন ঈদুল আজহায় সর্বমোট কুরবানিযোগ্য মোট গবাদিপশুর সংখ্যা ১ কোটি ২৪ লাখ ৪৭ হাজার ৩৩৭টি। এবার প্রায় ২০ লাখ ৬৮ হাজার ১৩৫টি গবাদিপশু উদ্বৃত্ত থাকার সম্ভাবনা রয়েছে। তিনি জানান, এ বছর কুরবানিযোগ্য হৃষ্টপুষ্ট গবাদিপশুর মধ্যে ৫৬ লাখ ২ হাজার ৯০৫টি গরু-মহিষ, ৬৮ লাখ ৩৮ হাজার ৯২০টি ছাগল-ভেড়া এবং ৫ হাজার ৫১২টি অন্য প্রজাতিসহ মোট এক কোটি ২৪ লাখ ৪৭ হাজার ৩৩৭টি গবাদিপশুর প্রাপ্যতা আশা করা যাচ্ছে। ফরিদা আখতার বলেন, আমরা যে চাহিদা নির্ধারণ করেছি, সেটা যদি বেড়েও যায় সেটা পূরণ করার মতো সক্ষমতা আমাদের রয়েছে। তিনি বলেছেন, বাজার স্থিতিশীলতা ও খামারিদের ইনকাম যেন ঠিকঠাক হয় এ নিয়ে সতর্ক সরকার। চাঁদাবাজদেরকেও করা হবে মোকাবিলা।