চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) গঠনতন্ত্র সংস্কার প্রস্তাবনা দিয়েছে শাখা ছাত্রশিবির। লক্ষ্য-উদ্দেশ্যের ২ নম্বর ধারায় তিনটি অনুচ্ছেদ সংযোজন করেছে ছাত্রশিবির। এর একটি হলো- ‘স্বাধিকার আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, স্বৈরাচারবিরোধী আন্দোলন, চব্বিশের গণআন্দোলনসহ সকল গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিকতায় শিক্ষার্থীদের সর্বোচ্চ গণতান্ত্রিক, ধর্মীয় ও মানবিক মূল্যবোধ ধারণ এবং লালন করা।’ এছাড়া ৬ নম্বর ধারায় ২১ সদস্য বিশিষ্ট নির্বাহী পরিষদের প্রস্তাবনা দিয়েছে তারা। আগে পুরোনো গঠনতন্ত্রে নির্বাহী পরিষদ ১০ সদস্যের। এছাড়া সভাপতির একচ্ছত্র আধিপত্য হ্রাসকরণের প্রস্তাব করেছে তারা। পদাধিকারবলে এ পদটিতে থাকবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।