সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ও জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের শাহাদাতবার্ষিকীতে তার পুত্র আলী আহমাদ মাবরুর ফেসবুকে একটি আবেগঘন স্ট্যাটাস দেন। সেখানে তিনি বাবার মামলার সময়কার মানসিক চাপ, পারিবারিক কষ্ট ও কারাগারের কঠিন বাস্তবতার কথা তুলে ধরেন। মাবরুর জানান, বাবার মৃত্যুদণ্ডের সম্ভাবনা জানার পর তিনি গভীরভাবে শকড হয়েছিলেন এবং রায় ঘোষণার পর প্রথম সাক্ষাৎ ছিল জীবনের সবচেয়ে বেদনাদায়ক মুহূর্তগুলোর একটি। তিনি লেখেন, কারাবন্দি অবস্থাতেও তার বাবা দৃঢ়চিত্তে পরিবারের সদস্যদের সাহস জুগিয়েছিলেন। মৃত্যুদণ্ডের এক দশক পর মাবরুর বলেন, তার বাবার রক্ত ইসলামী আন্দোলনকে বেগবান করেছে এবং তিনি আল্লাহর কাছে বাবার কুরবানি কবুল হওয়ার প্রার্থনা করেন। সম্প্রতি আরেক স্ট্যাটাসে তিনি আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার দাবি তোলেন, দলটির বিরুদ্ধে সহিংস কর্মকাণ্ডের অভিযোগ এনে।