ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ২০১৯ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া আজীবন সদস্যপদ বাতিল করেছে। বুধবার রাতে অনুষ্ঠিত দ্বিতীয় সাধারণ সভা শেষে ডাকসুর ভিপি সাদিক কায়েম সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের ঘোষণা দেন। তিনি জানান, ২০১৯ সালে গঠনতন্ত্র বহির্ভূতভাবে ও অগণতান্ত্রিক প্রক্রিয়ায় এই সদস্যপদ দেওয়া হয়েছিল। সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ডাকসুর সভাপতি অধ্যাপক নিয়াজ আহমদ খান সভাপতিত্ব করেন। ভিপি, জিএস, এজিএসসহ কার্যনির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় সর্বসম্মতিক্রমে শেখ হাসিনার আজীবন সদস্যপদ বাতিলের প্রস্তাব গৃহীত হয়।