যুক্তরাষ্ট্রে বসবাস বা কাজের জন্য আবেদনকারী ব্যক্তিদের ক্ষেত্রে এখন থেকে ‘আমেরিকা নিয়ে মনোভাব’ খতিয়ে দেখা হবে। এর মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেদনকারীদের কর্মকাণ্ড খতিয়ে দেখার বিষয়টিও রয়েছে। যদি ‘আমেরিকাবিরোধী মনোভাব’ চিহিত করা হয়, তবে তাকে আর ভিসা দেবে না মার্কিন সরকার। এ কড়াকড়ি অভিবাসনবিষয়ক নীতি অধিকারকর্মী ও আইনজীবীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে। ইউএসসিআইএস-এর হালনাগাদ নীতিমালায় বলা হয়েছে, অভিবাসন কর্মকর্তারা এখন আবেদনকারীদের ‘আমেরিকাবিরোধী কর্মকাণ্ড বা সন্ত্রাসী সংগঠনের সঙ্গে কোনো ধরনের সম্পৃক্ততা’ বা ‘ইহুদিবিদ্বেষী কার্যকলাপের কোনো প্রমাণ’ আছে কি না, তা খতিয়ে দেখতে পারবেন। এর আগে কেবল সামাজিক মাধ্যমের একাউন্ট যাচাই-বাছাইয়ের নীতি চালু হয়েছিল, এবার আমেরিকাবিরোধী হলে ভিসা দেওয়া হবে না নীতিতে পৌঁছেছে। সিএনএন বলছে, এ বছর ছয় হাজারের বেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।