মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটনে সফররত সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের উপস্থিতিতে সৌদি আরবকে ন্যাটো-বহির্ভূত ‘প্রধান মিত্র’ হিসেবে ঘোষণা করেছেন। এই ঘোষণার আগে দুই দেশ একটি কৌশলগত প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে, যা দীর্ঘমেয়াদী সামরিক সহযোগিতা জোরদার করবে বলে জানানো হয়েছে। হোয়াইট হাউসের তথ্যমতে, যুক্তরাষ্ট্র ও সৌদি আরব বেসামরিক পারমাণবিক শক্তি এবং প্রতিরক্ষা খাতে চুক্তি স্বাক্ষর করেছে, যার মাধ্যমে আগামী দশকগুলোতে বিলিয়ন ডলারের সহযোগিতার আইনি ভিত্তি তৈরি হবে। এই সহযোগিতা পারমাণবিক অস্ত্র বিস্তার রোধের নিয়ম মেনে পরিচালিত হবে। ট্রাম্প এফ-৩৫ যুদ্ধবিমানসহ একটি অস্ত্র চুক্তিও অনুমোদন করেছেন। সৌদি গণমাধ্যম এই পদক্ষেপকে আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধি বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বর্ণনা করেছে।