গাজা উপত্যকার সংঘাত চলাকালে ইসরাইলে সামরিক সরঞ্জাম রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছিল কানাডা। তবে অভিযোগ উঠেছে, মার্কিন অস্ত্র কারখানার মাধ্যমে কানাডার তৈরি সামরিক যন্ত্রাংশ গোপনে ইসরাইলে পৌঁছেছে। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু করেছে গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা। সংস্থার মুখপাত্র সামান্থা লাফ্লুর জানান, ২০২৪ সালের ৮ জানুয়ারির পর থেকে ইসরাইলের জন্য কোনো নতুন রপ্তানি অনুমতি অনুমোদিত হয়নি এবং প্রকাশিত প্রতিবেদনগুলো পর্যালোচনা করা হচ্ছে। মিডল ইস্ট মনিটরের প্রতিবেদনে বলা হয়েছে, কানাডার অস্ত্র প্রস্তুতকারকদের কাছ থেকে শত শত চালান মার্কিন কারখানায় পাঠানো হয়েছিল, যা পরে ইসরাইলের যুদ্ধবিমান, বোমা ও কামান তৈরিতে ব্যবহৃত হয়েছে। মানবাধিকার সংগঠন ও বিরোধী এমপিরা সরকারের অজ্ঞতার দাবি প্রত্যাখ্যান করে স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছেন।