ঢাকা বিশ্ববিদ্যালয় টাইমস হায়ার এডুকেশন ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স র্যাঙ্কিং ২০২৬-এ দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম এবং বিশ্বে ৫২তম স্থান অর্জন করেছে। যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন প্রকাশিত এই র্যাঙ্কিংয়ে ৯৪টি দেশের ৯১১টি বিশ্ববিদ্যালয় অংশ নেয়। এ বছর বাংলাদেশের সরকারি ও বেসরকারি ১২টি বিশ্ববিদ্যালয় তালিকায় স্থান পেয়েছে, যার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ অবস্থানে রয়েছে। এই র্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়গুলোর আন্তঃবিষয়ক গবেষণা কার্যক্রম তিনটি কাঠামোর ভিত্তিতে মূল্যায়ন করা হয়— ইনপুট (অর্থায়ন ও গবেষণা বিনিয়োগ), প্রক্রিয়া (সাফল্যের পরিমাপ, সুযোগ-সুবিধা ও প্রশাসনিক সহায়তা) এবং আউটপুট (প্রকাশনা, গবেষণার মান, প্রভাব ও খ্যাতি)। মোট ১১টি সূচকের ভিত্তিতে চূড়ান্ত ফল নির্ধারিত হয়। উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এই সাফল্যের জন্য শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের অভিনন্দন জানান এবং জানান যে বিশ্ববিদ্যালয়ের বৈশ্বিক অবস্থান উন্নয়নে একটি ১৬ সদস্যের কমিটি কাজ করছে।