স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, শপিংমলে ব্যবহৃত থার্মাল কাগজের বিল মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে। এসব কাগজে থাকে বিসফেনল এ (বিপিএ) ও বিসফেনল এস (বিপিএস) নামের রাসায়নিক, যা মাত্র ১০ সেকেন্ডের মধ্যেই ত্বকের মাধ্যমে রক্তে মিশে যেতে পারে। বিল ধরার আগে লোশন বা স্যানিটাইজার ব্যবহার করলে এই শোষণের হার আরও ১০০ গুণ বেড়ে যায়। গবেষণায় দেখা গেছে, এসব রাসায়নিক হরমোনের ভারসাম্য নষ্ট করে নারীদের মাসিক অনিয়মিত করতে পারে এবং স্তন ক্যানসারের ঝুঁকি বাড়ায়। গর্ভবতী নারীদের ক্ষেত্রে এটি ভ্রূণের বিকাশে বাধা সৃষ্টি করে, শিশুর ওজন কমিয়ে দেয় এবং রোগপ্রতিরোধ ক্ষমতা দুর্বল করে। বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, থার্মাল বিলের পরিবর্তে ডিজিটাল বিল গ্রহণ করতে এবং বিল ধরার পরপরই হাত ধুয়ে ফেলতে।