রাশিয়া থেকে তেল আমদানি করা দেশগুলোর ওপর সর্বোচ্চ ৫০০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাবসহ যুক্তরাষ্ট্রের ‘রাশিয়ান স্যাংশনস বিল’ অনুমোদন পেয়েছে, যদিও ভোটাভুটি এখনো হয়নি। এই বিল পাস হলে ভারত ও চীনের মতো দেশগুলোর ওপর রাশিয়ার সস্তা তেল কেনা বন্ধে চাপ সৃষ্টি হতে পারে। এদিকে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে বাণিজ্য চুক্তি এখনো চূড়ান্ত হয়নি। মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক দাবি করেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন না করায় চুক্তিটি আটকে আছে।
ভারত দীর্ঘদিন ধরে রাশিয়া থেকে তেল আমদানি করে আসছে, তবে যুক্তরাষ্ট্রের চাপের পর তা কমেছে। গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভের অজয় শ্রীবাস্তব সতর্ক করেছেন, বিলটি পাস হলে যুক্তরাষ্ট্রে ভারতের ৮৭.৪ বিলিয়ন ডলারের রপ্তানি ঝুঁকিতে পড়বে। তিনি মনে করেন, বিলটি পাস হওয়ার সম্ভাবনা কম হলেও ভারতের উচিত রাশিয়া থেকে তেল কেনা নিয়ে স্পষ্ট অবস্থান নেওয়া। প্রাক্তন বাণিজ্য সচিব অজয় দুয়া বলেছেন, ৫০০ শতাংশ শুল্ক বাণিজ্যকে অস্ত্র হিসেবে ব্যবহারের সমান।
বিশ্লেষকদের মতে, বিলটি মূলত ভারতকে লক্ষ্য করছে, যেখানে চীন তুলনামূলকভাবে নিরাপদ থাকবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স থেকে সরে যাওয়া দুই দেশের সম্পর্ককে আরও জটিল করে তুলেছে।