Web Analytics
শনিবার মার্কিন সামরিক হামলায় অন্তত ৫৭ জন নিহত হওয়ার পর ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ সাত দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। মঙ্গলবার টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি বলেন, যারা দেশ ও প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে রক্ষার জন্য জীবন উৎসর্গ করেছেন, তাদের সম্মানেই এই শোক পালন করা হবে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে ২৩ জন ভেনেজুয়েলার নিরাপত্তা বাহিনীর সদস্য, ৩২ জন কিউবান যোদ্ধা এবং দুজন বেসামরিক নারী রয়েছেন। কিউবার সরকারি সংবাদপত্র গ্রানমা ‘সম্মান ও গৌরব’ শিরোনামে নিহত সেনাদের বিস্তারিত প্রকাশ করেছে। কিউবার সরকার নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে এবং প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-ক্যানেল তাদের সাহসিকতার প্রতি শ্রদ্ধা জানিয়ে দুই দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন।

কিউবা দীর্ঘদিন ধরে ভেনেজুয়েলার ঘনিষ্ঠ মিত্র হিসেবে সামরিক ও পুলিশি সহায়তা দিয়ে আসছে। সপ্তাহান্তে দুই দেশেই নিহত সেনাদের স্মরণে শোক পালন করা হয়।

Card image

Related Videos

logo
No data found yet!