Web Analytics
মো. সাখাওয়াত হোসেনের লেখা এই ভ্রমণকাহিনিতে ছয় দিনের ইথিওপিয়া সফরের অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে। আদ্দিস আবাবার বোলি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর লেখক রাজধানীর আধুনিকতা ও ঐতিহাসিক বৈচিত্র্যের মেলবন্ধন অনুভব করেন। তিনি ন্যাশনাল মিউজিয়াম অব ইথিওপিয়ায় প্রাচীন মানব-অবশেষ ‘লুসি’ দেখেন এবং এন্টোটো পাহাড়ে উঠে শহরের মনোরম দৃশ্য ও এন্টোটো মেরি গির্জার নীরব আধ্যাত্মিকতা উপভোগ করেন।

এরপর তিনি আওয়াশ ন্যাশনাল পার্কের সাভানার রুক্ষ সৌন্দর্য, লালিবেলার পাথর কাটা গির্জা, বাহির দারের তানা হ্রদ ও নীল নদের উৎস, এবং সিমিয়েন পর্বতমালার মহিমা প্রত্যক্ষ করেন। ইউনেস্কো স্বীকৃত এই পর্বতমালায় বিরল প্রাণী যেমন গেলাদা বাবুন ও ইথিওপিয়ান উলফ দেখা যায়।

ভ্রমণ শেষে লেখক অনুভব করেন, ইথিওপিয়া কেবল একটি দেশ নয়, বরং ইতিহাস, প্রকৃতি ও মানুষের মহত্ত্বের এক জীবন্ত প্রতিচ্ছবি, যেখানে প্রতিটি স্থানই নতুন গল্প বলে।

Card image

Related Videos

logo
No data found yet!