রাশিয়ার ইউক্রেন আগ্রাসন অব্যাহত থাকলে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা তৈরি হতে পারে—এই শঙ্কায় ব্যাপক খাদ্য মজুত কর্মসূচি শুরু করেছে সুইডেন। দেশটির কৃষি বোর্ড জানিয়েছে, সম্ভাব্য বৈশ্বিক সংঘাতের সময় জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার এই উদ্যোগ নিয়েছে। ২০২৬ থেকে ২০২৮ সালের মধ্যে ৫৭ মিলিয়ন ডলারের প্রকল্পে বিভিন্ন খাদ্য গুদাম নির্মাণ করা হবে, যেখানে প্রতিটি নাগরিকের জন্য দৈনিক কমপক্ষে ৩,০০০ ক্যালরি খাবার সংরক্ষণ থাকবে। প্রতিবেশী ফিনল্যান্ড আগামী মাস থেকে যুদ্ধকালীন জীবনের প্রস্তুতি বিষয়ে নাগরিকদের প্রশিক্ষণ শুরু করবে। অন্যদিকে, রাশিয়ার ক্রেমলিন জানিয়েছে, পশ্চিমা বিশ্ব “রুশবিরোধী হিস্টিরিয়ায়” ভুগছে এবং সুইডেনের খাদ্য মজুত পরিকল্পনাও তারই অংশ। বিশ্লেষকদের মতে, ইউরোপ সম্ভাব্য বৃহৎ সংঘাতের জন্য প্রস্তুতি নিচ্ছে—সুইডেনের এই পদক্ষেপ তারই স্পষ্ট ইঙ্গিত।