ভারতের মেঘালয়ের খাসি হিলস জেলায় সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশ ও অপহরণের চেষ্টায় জড়িত অভিযোগে এক বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার স্থানীয় বাসিন্দাদের মারধরে আহত আকরাম মারা গেছেন। তিনি ঝিনাইগাতী উপজেলার বাসিন্দা। সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে কৈথা কোণা গ্রামের বাসিন্দারা তাকে আটক করেন। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, গত সোমবার কমপক্ষে আট বাংলাদেশি রোংদাংগাই গ্রামের স্থানীয় এক বাসিন্দাকে অপহরণের চেষ্টা করেন। এ সময় তারা গ্রামে হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর করেন। পরে স্থানীয় গ্রামবাসীরা জড়ো প্রতিরোধ করলে বাংলাদেশিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ ঘটনায় আকরামসহ ছয় বাংলাদেশিকে আটক ও বেধড়ক মারপিট করেন গ্রামবাসীরা। পুলিশ সুপার জিরওয়া বলেন, আটকদের থেকে একটি রিভলভার, পরিচয়পত্র, তিনটি ওয়্যারলেস সেট এবং একটি ম্যাগাজিন জব্দ করা হয়েছে। তাদের মধ্যে তিনজনকে আদালতে তোলা হয়েছে এবং বাকি দু’জন হাসপাতালে চিকিৎসাধীন।