সম্প্রতি পতিত ফ্যাসিস্ট হাসিনার প্রত্যর্পণ ও ধানমন্ডি ৩২ নম্বরে বাড়ি ভাঙচুরকে কেন্দ্র করে বাংলাদেশ ভারত সম্পর্কে টানাপোড়েন বেড়েছে। এসব ইস্যু নিয়ে ওমানের রাজধানী মাস্কটে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠক হতে চলেছে। রোববার ৮ম ভারত মহাসাগর সম্মেলনের সাইডলাইনে এই দুইজনের বৈঠক হবে। দ্য হিন্দু বলছে, দুই দেশের যে টানাপোড়েন চলছে সেই গুরুতর সময়ে এই বৈঠকে খুবই তাৎপর্যপূর্ণ। এর আগে ভারতের পররাষ্ট্র সচিবের সাথে সীমান্ত নিরাপত্তা, পানি বন্টন, বন্যা ব্যবস্থাপনা, বাণিজ্যসহ বেশ কয়েকটি বিষয়ে আলোচনা হয়েছে। এই আলোচনাসহ হাসিনা প্রসঙ্গে আলোচনাও এই বৈঠকে হতে পারে।