বাংলাদেশের রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পূর্বাচল নতুন শহর প্রকল্পে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে ব্রিটিশ লেবার পার্টির এমপি ও শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ঢাকার বিশেষ জজ আদালত। বিচারক মো. রবিউল আলমের আদালত অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। রায়ের সঙ্গে এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ছয় মাসের অতিরিক্ত কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। বাংলাদেশের আদালতে কোনো ব্রিটিশ এমপির এটাই প্রথম দণ্ড। যুক্তরাজ্যের প্রভাবশালী গণমাধ্যমগুলো—দ্য গার্ডিয়ান, স্কাই নিউজ, দ্য টেলিগ্রাফ, দ্য ইন্ডিপেনডেন্টসহ প্রায় সব সংবাদমাধ্যম—এ খবরটি গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে। তারা টিউলিপের রাজনৈতিক অবস্থান, শেখ হাসিনার সঙ্গে সম্পর্ক এবং যুক্তরাজ্যে তার আগের বিতর্কিত পদত্যাগের বিষয়গুলোও তুলে ধরেছে। এই রায়কে কেন্দ্র করে দুই দেশের রাজনীতি ও দুর্নীতি দমন প্রক্রিয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।