টাঙ্গাইলের সখীপুর উপজেলার গজারিয়া ইউনিয়নের মুচারিয়া পাথার এলাকায় শাহনাজ বেগম (৫৮) নামের এক মা তার প্রতিবন্ধী মেয়ে সাজেদা (২৬)-কে শ্বাসরোধে হত্যার পর নিজে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে এবং বুধবার দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। স্থানীয় সূত্রে জানা গেছে, শাহনাজ দীর্ঘদিন ধরে কিডনি ও ডায়াবেটিসসহ নানা রোগে ভুগছিলেন, অন্যদিকে তার মেয়ে সাজেদাও অসুস্থ ছিলেন। মানসিক অশান্তি ও অর্থনৈতিক সংকটের কারণে তিনি এমন সিদ্ধান্ত নিতে পারেন বলে স্থানীয়রা ধারণা করছেন। সখীপুর থানার ওসি আবুল কালাম ভূঁইয়া জানান, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে মা ও মেয়ে দুজনই শারীরিক ও মানসিক চাপে ছিলেন। ময়নাতদন্তের প্রতিবেদন অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।