বাগেরহাটের চিতলমারীর সাবেক উপজেলা চেয়ারম্যান ও জয় গ্রুপের মালিক মজিবর রহমান শামীমের প্রতিষ্ঠানকে বাংলাদেশ ব্যাংক বিশেষ এক্সিট সুবিধা দিয়েছে, যদিও ট্রাস্ট ব্যাংক তাদের ইচ্ছাকৃত ঋণখেলাপি ঘোষণা করেছে। জয় গ্রুপ একাধিক ব্যাংক থেকে ঋণ নিয়ে সামর্থ্য থাকা সত্ত্বেও পরিশোধ করেনি। রাজনৈতিক কারণে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তার নীতির আওতায় এই সুবিধা দেওয়া হলেও বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে।
ব্যাংকগুলোর তথ্যমতে, জয় গ্রুপের আটটি প্রতিষ্ঠানের নামে চারটি ব্যাংকে মোট ৫১৭ কোটি টাকার ঋণ রয়েছে, যা পুরোপুরি খেলাপি। ট্রাস্ট ব্যাংক, ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও পদ্মা ব্যাংকে এসব ঋণ রয়েছে। বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী ইচ্ছাকৃত খেলাপিরা এই সুবিধা পাওয়ার যোগ্য নয়। ব্যাংক কর্মকর্তারা জানান, তারা নতুন সুবিধা দিতে অনাগ্রহী থাকলেও বাংলাদেশ ব্যাংকের নির্দেশে তা কার্যকর করতে বাধ্য হয়েছেন।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ইচ্ছাকৃত খেলাপিরা নিয়ম অনুযায়ী এই সুবিধা পাওয়ার কথা নয় এবং কোনো ব্যত্যয় ঘটলে তদন্ত করা হবে। ডেপুটি গভর্নর জাকির হোসেন চৌধুরী তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন।