জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গণঅভ্যুত্থানের পর দেশে নতুন করে ভয়ের সংস্কৃতি তৈরি হচ্ছে, যা জনগণ মেনে নেবে না। বান্দরবানে এক পথসভায় তিনি বলেন, জনগণ স্বৈরতন্ত্রের বিরুদ্ধে ও মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে রাজপথে নেমেছিল, ভবিষ্যতে প্রয়োজনে আবার নামবে। পার্বত্য চট্টগ্রামে জাতিসত্তার ভিত্তিতে নিপীড়ন বন্ধ ও ইনসাফভিত্তিক উন্নয়ন নিশ্চিতের আহ্বান জানান তিনি। নাহিদ ইসলাম আরও বলেন, সরকার বদলালেও ফ্যাসিস্ট সিস্টেমের পরিবর্তন হয়নি; ১৯৭২ সালের সংবিধান থেকেই বিভাজন সৃষ্টি হয়েছে। তিনি সবাইকে নিয়ে এক নতুন রাষ্ট্র ব্যবস্থা গড়ার আহ্বান জানান।