Web Analytics
বাংলাদেশ সরকার একযোগে ৩৩ জন পুলিশ কর্মকর্তাকে উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদে পদোন্নতি দিয়েছে। বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়—একটিতে ৩১ জন এবং অন্যটিতে ২ জন কর্মকর্তার নাম উল্লেখ করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. মাহাবুবুর রহমান প্রজ্ঞাপন দুটি স্বাক্ষর করেন। প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারি করা এই পদোন্নতি কর্মকর্তাদের যোগদানের তারিখ থেকে কার্যকর হবে। একই দিনে দেশের ৬৪ জেলার পুলিশ সুপারদের (এসপি) লটারির মাধ্যমে বদলি করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এই বদলি আদেশও জনস্বার্থে অবিলম্বে কার্যকর করা হয়েছে। এসব পদক্ষেপকে পুলিশ প্রশাসনে দক্ষতা ও স্বচ্ছতা বৃদ্ধির উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

Card image

Related Videos

logo
No data found yet!