বুধবার বিকালে আনোয়ারায় উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আলী হোসেন ও আনোয়ারা সরকারি কলেজ ছাত্রশিবিরের সভাপতি মো. মিশকাতুল ইসলামের ওপর ছাত্রদল হামলা চালিয়েছে। পরে মো. মিশকাত বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলেন- আনোয়ারা সরকারি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক তারেক জিয়া (২৫), মোহাম্মদ শাওন (২২), মোহাম্মদ মাহিন (২৩), মো. সিফাত (২২), মো. জাবেদ (২২)। মিশকাত জানান, অভিযুক্তরা এসে আমাদের পরিচয় জিজ্ঞেস করে আনোয়ারা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি বোরহান উদ্দিন ও জুয়েলের কাছে যেতে বলে। ফোনে যোগাযোগ করার বিষয়ে জানালে তৎক্ষণাৎ অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের ওপর এলোপাতাড়ি হামলা করে। কলেজে গেলে আমাদের হত্যা করে লাশ গুম করে ফেলার হুমকি দেয়। এ নিয়ে বোরহান উদ্দিন বলেন, আমরা কলেজের ভর্তি কার্যক্রমে ছিলাম, কলেজে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি, কলেজের বাইরে কোনো ঘটনা হয়েছে কিনা সেটা আমার জানা নেই। এ বিষয়ে চিকিৎসক ডা. মাহতাব বলেন, এমন একটি ঘটনায় দুইজনকে হাসপাতালে আনা হয়েছে।