জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানিয়েছে, ইসরাইল-হামাস যুদ্ধবিরতির পর গাজায় খাদ্য সরবরাহ কিছুটা বাড়লেও তা এখনো চাহিদা পূরণের জন্য যথেষ্ট নয়। সংস্থার মুখপাত্র মার্টিন পেনার বলেন, যুদ্ধবিরতির পর পরিস্থিতির উন্নতি হলেও পরিবারগুলোর স্বাস্থ্য, পুষ্টি ও জীবিকা পুনর্গঠনে টেকসই সহায়তা অপরিহার্য। ডব্লিউএফপি’র জ্যেষ্ঠ মুখপাত্র আবির ইত্তেফা জানান, সাম্প্রতিক ভারি বৃষ্টিতে বহু পরিবারের মজুত খাদ্য নষ্ট হয়ে গেছে, যা শীতের আগমনে আরও চ্যালেঞ্জ তৈরি করছে। সংস্থাটি এ পর্যন্ত প্রায় ৪০ হাজার টন খাদ্য সহায়তা পাঠালেও রসদ জটিলতার কারণে চলতি মাসে মাত্র ৫ লাখ ৩০ হাজার মানুষের কাছে পৌঁছাতে পেরেছে, যেখানে প্রয়োজন রয়েছে ১৬ লাখ মানুষের। ডব্লিউএফপি সতর্ক করেছে, এখনো লাখ লাখ মানুষ জরুরি খাদ্য সহায়তার অপেক্ষায় রয়েছে।