জুলাই অভ্যুত্থানের সময় স্যালুট দিয়ে আলোচনায় আসা রিকশাচালক সুজন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য ও অভিজ্ঞ রাজনীতিক মির্জা আব্বাস। ফলে আসন্ন নির্বাচনে এই হেভিওয়েট প্রার্থীর মুখোমুখি হতে যাচ্ছেন সাধারণ মানুষ সুজন। সুজন বলেন, তার প্রার্থিতা প্রমাণ করে যে রাজনীতিতে সবার সমান অধিকার রয়েছে। এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মুহাম্মদ মুরসালীন জানান, জুলাই আন্দোলনে অংশ নেওয়া মানুষদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে দলটি কাজ করছে। রাজধানীর মতিঝিল, রমনা, শাহবাগ, পল্টন ও শাহজাহানপুর থানা নিয়ে গঠিত ঢাকা-৮ আসনকে ঢাকার রাজনীতির প্রাণকেন্দ্র হিসেবে ধরা হয়। এই আসনে জামায়াতের ড. হেলাল উদ্দিন ও তরুণ শরিফ ওসমান হাদীও প্রচারণা চালাচ্ছেন।