বরগুনার পাথরঘাটার বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে এক ট্রলার ২০০ মণ ইলিশ নিয়ে এসেছে, যা বঙ্গোপসাগরের কুয়াকাটা থেকে প্রায় ৭০ কিলোমিটার গভীর সমুদ্রে ধরা পড়ে। এফবি রাইসা নামের ট্রলারটি ১৭ জন জেলে নিয়ে ১৪ নভেম্বর সমুদ্রে যায় এবং ১৭ নভেম্বর বিকেলে এই বিশাল পরিমাণ ইলিশ ধরে। ২৬ হাজার টাকা মন দরে মাছগুলো বিক্রি হয় মোট ৫২ লাখ টাকায়। দীর্ঘদিন মাছ না পেয়ে ক্ষতিগ্রস্ত জেলেরা এই সাফল্যে উচ্ছ্বসিত। ট্রলারের মাঝি ও মালিক জানান, এই বিক্রি তাদের আগের লোকসান কিছুটা পুষিয়ে দেবে। স্থানীয় আড়ৎদার ও ট্রলার মালিক সমিতির সভাপতি বলেন, সরকারের অবৈধ কাঠের ট্রলিং বন্ধের উদ্যোগের ফলে ইলিশের প্রাচুর্য ফিরছে, যা জেলেদের জন্য আশার বার্তা।