সরকারি নিষেধাজ্ঞা সত্ত্বেও লক্ষ্মীপুরের রায়পুরে মেঘনা নদীতে চলছে মা ইলিশ ধরার মহোৎসব। ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা, বিক্রি ও মজুদে নিষেধাজ্ঞা থাকলেও গত চারদিন ধরে অসংখ্য জেলে প্রকাশ্যে কারেন্ট জাল ফেলে ইলিশ ধরছেন। চরবংশী, হাজিমারা, চান্দারখালসহ বিভিন্ন ঘাটে চলছে এ কার্যক্রম। দীর্ঘদিন ধরে রায়পুরে কোনো সিনিয়র বা সহকারী মৎস্য কর্মকর্তা না থাকায় এবং কোস্টগার্ডের টহল না থাকায় আইনের প্রয়োগ নেই। ঋণের চাপে অনেক জেলে বাধ্য হয়ে নদীতে নামছেন, আবার অনেকে ইচ্ছাকৃতভাবে জাটকাও ধরছেন। সচেতন মহল আশঙ্কা করছে, এখনই ব্যবস্থা না নিলে ভবিষ্যতে ইলিশের মারাত্মক সংকট দেখা দেবে, যা জেলে পল্লীর খাদ্য ও কর্মসংস্থানে প্রভাব ফেলবে। জেলা মৎস্য বিভাগ জনবল ঘাটতির কথা স্বীকার করে বলেছে, নতুন করে অভিযান ও নিবন্ধন কার্যক্রম হাতে নেওয়া হবে।