সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে যে জনপ্রিয় ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারী আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা-৫ (যাত্রাবাড়ী–ডেমরা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হয়েছেন। বিষয়টি দ্রুত ভাইরাল হয়ে অভিনন্দন বার্তাও ছড়ায়। তবে জামায়াতের একাধিক নেতা—ঢাকা মহানগর উত্তর জামায়াতের আতাউর রহমান, দক্ষিণের আব্দুস সাত্তার সুমন এবং দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসান মাহবুব জুবায়ের—এ খবরকে সম্পূর্ণ গুজব বলে জানিয়েছেন। তারা বলেন, এ আসনে দলের প্রার্থী আগেই নির্ধারিত এবং আজহারীকে মনোনয়ন দেওয়ার কোনো প্রশ্নই আসে না। দলটি ভুয়া তথ্য প্রচারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। আজহারী নিজে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ঢাকা-৫ আসনে বর্তমানে জামায়াতের প্রার্থী কামাল হোসেন প্রচারণা চালাচ্ছেন, আর বিএনপি থেকে প্রার্থী হয়েছেন নবীউল্লাহ নবী।