স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের মানুষের মধ্যে শক্তিশালী যে বিক্ষোভ সৃষ্টি হয়েছিল, সে সম্পর্কে ভারত অবগত থাকলেও কোনো হস্তক্ষেপ করতে পারেনি বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেন, স্বৈরাচার হাসিনাকে প্রভাবিত করার মতো ‘প্রয়োজনীয় প্রভাব’ তাদের ছিল না। তারা হাসিনাকে শুধুমাত্র ‘পরামর্শ’ দিতে পারতেন। তিনি সার্ক পুনর্জাগরণের ইঙ্গিত দিয়েছেন। বাংলাদেশ সেনাবাহিনীকে ভলগার তুর্কের সতর্ক বাণী সম্পর্কেও তিনি আলাপ উঠিয়েছেন। যেইটা আইএসপিআর অস্বীকার করে বলেছে, সতর্ক বার্তা যদি দেওয়া হয়ও, সরকার তাদের অবগত করেনি।