প্রায় ৮০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর গভীর শোক ও জনরোষের মধ্যেই রবিবার (৭ ডিসেম্বর) হংকংয়ে আইন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। তাই পো এলাকার ওয়াং ফুক কোর্টে সংঘটিত অগ্নিকাণ্ডে ১৫৯ জন নিহত হওয়ার ঘটনায় শহরজুড়ে শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে কর্তৃপক্ষ কঠোর নজরদারি ও পুলিশ মোতায়েন করে ভোটগ্রহণ সম্পন্ন করে।
সরকারের অব্যবস্থাপনা ও ব্যর্থতার অভিযোগ তুলে অনেক নাগরিক ভোট বর্জনের ঘোষণা দেন। প্রশাসন দুর্নীতি ও নিরাপত্তা ত্রুটির অভিযোগে তদন্ত শুরু করেছে। প্রধান নির্বাহী জন লি বলেন, প্রতিটি ভোটই ক্ষতিগ্রস্তদের প্রতি সমর্থন ও সংস্কারের প্রতীক।
চীনের সমর্থিত সরকারের ‘দেশপ্রেমিক যাচাই’ পদ্ধতিতে মনোনীত প্রার্থীরাই এবার প্রতিদ্বন্দ্বিতা করেন। মাত্র ২০টি আসনে সরাসরি ভোট হয়। বিশ্লেষকদের মতে, এই নির্বাচন বেইজিংয়ের নিয়ন্ত্রণ ক্ষমতার আরেকটি পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে, যেখানে জনঅবিশ্বাস ও রাজনৈতিক স্বাধীনতার সংকোচন স্পষ্ট হয়ে উঠেছে।