মিয়ানমারে আঘাত হানা ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৩৫৪ জনে পৌঁছেছে। আহত হয়েছেন আরও ৪ হাজার ৫০৮ জন। এছাড়া, এখনও নিখোঁজ আছেন ২২০ জন। দেশটিকে সহায়তা করতে বিশ্ববাসীর প্রতি নতুন করে আহ্বান জানিয়েছে জাতিসংঘের ত্রাণ বিষয়ক সংস্থা। ভূমিকম্পের পর মিয়ানমারে উদ্ধারকারী পাঠায় চীন, রাশিয়া, ভারত এবং বাংলাদেশ! পৃথিবীতে কোনো প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলে উদ্ধার অভিযান ও ত্রাণ সহায়তায় নেতৃত্ব দিয়ে থাকে যুক্তরাষ্ট্র। তবে ট্রাম্প দাতব্য সংস্থা ইউএসএইডের কার্যক্রম বন্ধ করে দিয়েছেন। তবু মিয়ানমারকে ৯ মিলিয়ন ডলার সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। সেইসঙ্গে জানিয়ে দিয়েছে, বিশ্বব্যাপী প্রাকৃতিক দুর্যোগ পরবর্তী উদ্ধার অভিযানে যুক্তরাষ্ট্রই সবসময় নেতৃত্ব দেবে, এমন চিন্তা করা অযৌক্তিক।