ময়মনসিংহের ভালুকায় পাইওনিয়ার নিটওয়্যারসের শ্রমিক দিপু চন্দ্র দাসকে (২৭) পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। পরিবার ও তদন্ত সূত্রে জানা যায়, শ্রমিক অধিকার নিয়ে সোচ্চার থাকার কারণে মালিকপক্ষের সঙ্গে তার বিরোধ তৈরি হয়েছিল। পরে ধর্ম অবমাননার অভিযোগ সাজিয়ে তাকে কারখানার ভেতর থেকে বের করে বিক্ষুব্ধ জনতার হাতে তুলে দেওয়া হয়। র্যাব-১৪ ও জেলা পুলিশের যৌথ অভিযানে এ ঘটনায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পরিবারের দাবি, এটি হঠাৎ কোনো জনতার হামলা নয়, বরং পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। সিসিটিভি ফুটেজে দেখা যায়, হামলাকারীদের অধিকাংশই স্থানীয় নয়। রাজনৈতিক মহলও ঘটনাটিকে ষড়যন্ত্র হিসেবে দেখছে। বিএনপি ও জামায়াত নেতারা বলছেন, ধর্মীয় ইস্যু ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে।
স্থানীয়দের অভিযোগ, কারখানার মালিক বাদশা মিয়া ক্ষমতাসীন দলের ঘনিষ্ঠ এবং তার প্রভাবেই শ্রমিক আন্দোলন দমন ও দিপুর হত্যাকাণ্ড ঘটতে পারে। নিরপেক্ষ তদন্তের দাবি জোরদার হচ্ছে, যা শ্রমিক নিরাপত্তা ও শিল্পক্ষেত্রে ধর্মীয় উসকানির অপব্যবহার নিয়ে নতুন প্রশ্ন তুলেছে।