Web Analytics
হামাসের আল-কাসসাম ব্রিগেড মঙ্গলবার তাদের সাবেক মুখপাত্র আবু উবাইদা এবং আরও চারজন জ্যেষ্ঠ কমান্ডারের শাহাদাতের ঘোষণা দিয়েছে। ইসরাইলি হামলায় এই হত্যাকাণ্ডের ঘটনায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গভীর শোক ও তীব্র নিন্দা প্রকাশ করেছে। সংগঠনটি একে ইসরাইলি দখলদার বাহিনীর বর্বরতা হিসেবে উল্লেখ করেছে।

গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ বলেন, আবু উবাইদা ফিলিস্তিনি জনগণের অধিকার ও আল-আকসার মর্যাদা রক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। তাঁর সাহস ও নেতৃত্ব মুসলিম যুবকদের জন্য অনুপ্রেরণার উৎস। বিবৃতিতে আরও বলা হয়, ইতোপূর্বে ইসমাইল হানিয়া ও ইয়াহিয়া সিনওয়ারসহ বহু হামাস নেতা ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে জীবন উৎসর্গ করেছেন।

ছাত্রশিবির নেতারা ফিলিস্তিনে নিরীহ নাগরিকদের ওপর ইসরাইলি হামলাকে আন্তর্জাতিক মানবাধিকারের স্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেন এবং ফিলিস্তিনি জনগণের প্রতি পূর্ণ সংহতি ও সমর্থন জানান। তারা ইসরাইলি সহিংসতা বন্ধের আহ্বানও জানান।

Card image

Related Videos

logo
No data found yet!