Web Analytics
ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পেত্তেরি অরপো এশিয়ার কয়েকটি দেশের কাছে ক্ষমা চেয়েছেন, দেশটির পার্লামেন্টের কট্টর ডানপন্থী সদস্যদের সামাজিক যোগাযোগমাধ্যমে বর্ণবাদী ছবি পোস্টের ঘটনায়। ফিনিশ গণমাধ্যমে বিষয়টি ‘বাঁকা চোখ’ কেলেঙ্কারি নামে পরিচিতি পেয়েছে। অরপো, যিনি ফিনস পার্টিসহ চারদলীয় জোট সরকারের নেতৃত্ব দিচ্ছেন, বলেছেন—এ ধরনের আচরণ ফিনল্যান্ডের সমতা ও অন্তর্ভুক্তির মূল্যবোধের প্রতিফলন নয়।

বিতর্কের সূত্রপাত হয় চলতি মাসের শুরুতে, যখন মিস ফিনল্যান্ড খেতাবধারী এক নারীর বন্ধুর পোস্টে তাকে চোখ টেনে ‘বাঁকা চোখ’ ভঙ্গি করতে দেখা যায়। পরে ফিনস পার্টির দুই সংসদ সদস্য ও একজন ইউরোপীয় পার্লামেন্ট সদস্য একই ধরনের ছবি পোস্ট করেন। ফিনল্যান্ডের রাষ্ট্রীয় বিমান সংস্থা ফিনএয়ার জানিয়েছে, ঘটনাটি এশীয় বাজারে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

এর আগে ২০২৩ সালেও ফিনস পার্টির কয়েকজন মন্ত্রীর বর্ণবাদী মন্তব্যের কারণে অরপোর সরকার অনাস্থা ভোটের মুখে পড়েছিল। নতুন এই বিতর্ক ফিনল্যান্ডের আন্তর্জাতিক ভাবমূর্তি ও জোট সরকারের স্থিতিশীলতা নিয়ে প্রশ্ন তুলেছে।

Card image

Related Videos

logo
No data found yet!