চবির সেই ৯ ছাত্রীর বহিষ্কারাদেশ বাতিল দাবিতে ফের মানববন্ধন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সেই ৯ ছাত্রীর বহিষ্কারাদেশ বাতিল ও প্রক্টরিয়াল বডির ৩ সদস্যের পদত্যাগের দাবিতে আবার মানববন্ধন করেছেন চবির ৩০ জন শিক্ষার্থী।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৯ ছাত্রীর বহিষ্কারাদেশ বাতিল ও প্রক্টরিয়াল বডির ৩ সদস্যের পদত্যাগের দাবিতে আবার মানববন্ধন করেছেন চবির শিক্ষার্থীরা। প্রক্টর ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফের এক ফেসবুক পোস্ট ও সহকারী প্রক্টর ড. কোরবান আলী ও নুরুল হামিদের মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপের কথোপকথন সামনে আসার পর এই তিনজনের পদত্যাগ চান তারা। ঈশা দে বলেন, একজন সহকারী প্রক্টরের গায়ে এক ছাত্রীর হাত তোলা নিয়ে ঘটনা জটিল হয়েছিল। এমন আচরণ প্রত্যাশিত না। কিন্তু এ ঘটনায় হলের ছাত্রীদের পক্ষে দাঁড়ানোয় এক হাউজ টিউটরকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে, যা প্রশাসনেরই অংশ। তন্ময় বলেন, বহিষ্কারের চিঠিতে ৬ নম্বর অভিযোগে বলা হয়েছে অন্যান্য অপরাধ। এটা খুবই প্রহসনমূলক চিঠি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সেই ৯ ছাত্রীর বহিষ্কারাদেশ বাতিল ও প্রক্টরিয়াল বডির ৩ সদস্যের পদত্যাগের দাবিতে আবার মানববন্ধন করেছেন চবির ৩০ জন শিক্ষার্থী।