Web Analytics

মঙ্গলবার রাতে কিশোরগঞ্জ জেলা কারাগারে থাকা সুজিত চন্দ্র দে (৪০) নামে এক হাজতির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। জেল সুপার রীতেশ চাকমা বলেন, মঙ্গলবার রাত ১টা ৪০ মিনিটে সুজিত চন্দ্র হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে কারাগার থেকে অ্যাম্বুলেন্সে করে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টা ২০ মিনিটে সুজিত দে মারা যান। উল্লেখ্য, গণঅভ্যুত্থানে হামলার ঘটনায় মিঠামইন থানায় গত ৯ সেপ্টেম্বর দায়ের হওয়া একটি মামলার আসামি তিনি। এ মামলায় গ্রেপ্তার হয়ে গত ১৮ ফেব্রুয়ারি থেকে তিনি কিশোরগঞ্জ জেলা কারাগারে ছিলেন।

Card image

নিউজ সোর্স

RTV 03 Apr 25

কিশোরগঞ্জ কারাগারে ছাত্র আন্দোলনে হামলার আসামির মৃত্যু

কিশোরগঞ্জ জেলা কারাগারে সুজিত চন্দ্র দে (৪০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ২টা ২০মিনিটে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।