সবজির চারা উৎপাদনে স্বাবলম্বী মুন্সীগঞ্জের শত শত কৃষক | আমার দেশ
মাহবুবুর রহমান, মুন্সীগঞ্জ সারা দেশে ছড়িয়ে পড়েছে মুন্সীগঞ্জের সবজির চারার খ্যাতি। সবজির চারা উৎপাদন করে এখানকার চাষিরা বছরে আয় করেন চার কোটি টাকা। শুধু তাই নয়, এখানকার সবজির চারা জনপ্রিয় হয়ে উঠেছে দেশজুড়ে। সবজির চারা উৎপাদন করে স্বাবলস্বী হচ্ছেন এখা