মার্ক জাকারবার্গ বলেছেন যে শীঘ্রই এআই মেটার মধ্যম স্তরের ইঞ্জিনিয়ারদের কাজ করতে পারে।
মার্ক জাকারবার্গ বলেছেন যে ২০২৫ সালের মধ্যে মেটাতে র্ঞ মধ্যম স্তরের ইঞ্জিনিয়ারিং এর কাজগুলো করতে পারবে, সাধারণ সফটওয়্যার তৈরির পাশাপাশি AI সিস্টেম তৈরিতে সাহায্য করবে। এটা ইমপ্লিমেন্ট করতে যে খরচ হবে, তারচাইতে অনেক বেশী সেভ করতে পারবে মেটা কারণ মিডলেভেল ইঞ্জিনিয়াররা মধ্য-ছয় অঙ্কের বেতন পায়।