হাদি মরেনি—আমরাই মরছি প্রতিদিন
মহান বিপ্লবী প্রিয় শহীদ শরীফ ওসমান হাদির জন্য এই লেখাটা লিখতে গিয়ে আমাকে কাগজে লাঙল চালাতে হয়েছে—আর সেই লাঙলের ফলায় বারবার আটকে গেছে বুকের ভেতরের জমে থাকা কান্না।
লিখতে বসেছি, কলম ধরেছি—কিন্তু এক লাইনও এগোতে পারিনি। বারবার থেমে গেছি। থামতে হয়েছে।