Web Analytics

বিশ্বজুড়ে সামাজিক ব্যবসার সঙ্গে যুক্ত নেতা ও উদ্যোক্তাদের নিয়ে শুরু হয়েছে সামাজিক ব্যবসা দিবস উপলক্ষে দুদিনের কর্মসূচি। ইউনূস সেন্টার ও গ্রামীণ গ্রুপের যৌথ আয়োজনে এ অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোশ্যাল বিজনেস ডে-র এ বছরের প্রতিপাদ্য, ‘সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে সবচেয়ে কার্যকর পথ হলো সামাজিক ব্যবসা।’ জানা গেছে, বিশ্বব্যাপী স্বাস্থ্যসহ নানা খাতে বৈষম্য ও সীমাবদ্ধতা দূর করে একটি টেকসই, ন্যায়ভিত্তিক ও মানবিক মূল্যবোধের ব্যবস্থা গড়ে তুলতে এ আয়োজন। এখানে পাঁচটি পূর্ণাঙ্গ অধিবেশন ও আটটি ব্রেকআউট সেশন থাকবে। ২৫টি দেশের ১৮০ জনের বেশি বিদেশিসহ সহস্রাধিক অতিথি অংশ নেবেন।

27 Jun 25 1NOJOR.COM

বিশ্বজুড়ে সামাজিক ব্যবসার সঙ্গে যুক্ত নেতা ও উদ্যোক্তাদের নিয়ে শুরু হয়েছে সামাজিক ব্যবসা দিবস উপলক্ষে দুদিনের কর্মসূচি। এ অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

নিউজ সোর্স

‘সোশ্যাল বিজনেস ডে’, উদ্বোধন করবেন ড. ইউনূস

বিশ্বজুড়ে সামাজিক ব্যবসার সঙ্গে যুক্ত নেতা ও উদ্যোক্তাদের নিয়ে শুরু হয়েছে সামাজিক ব্যবসা দিবস উপলক্ষে দুদিনের কর্মসূচি। ইউনূস সেন্টার ও গ্রামীণ গ্রুপের যৌথ আয়োজনে সাভারের জিরাবোতে সামাজিক কনভেনশন সেন্টারে এ অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।