অনন্য সুইস শিক্ষা ব্যবস্থার গল্প
ঘড়ির কাঁটার মতোই নিখুঁত সুইজারল্যান্ডের অর্থনীতি যতটা বৈশ্বিকভাবে প্রতিযোগিতামূলক, তার পেছনের চালিকাশক্তিও ততটাই বিস্ময়কর: একটি দক্ষ ও কর্মঠ জনশক্তি। কিন্তু প্রশ্ন হলো এ অসাধারণ মানবসম্পদ তারা গড়ে তোলে কীভাবে? সুইজারল্যান্ডে দক্ষতা অর্জন শুরু হয় অনেক আগেই। মাধ্যমিক স্তরের পর প্রায় দুই-তৃতীয়াংশ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের পথে না হেঁটে পেশাভিত্তিক শিক্ষার দিকে এগিয়ে যায়। ১৫ বছর বয়স থেকে শুরু হওয়া এ ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং (ভিইটি) প্রোগ্রাম শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা ও তাত্ত্বিক জ্ঞানের এক অনন্য সংমিশ্রণ দেয়।