ইরানি হামলায় তেলআবিবে বিস্ফোরণ, জ্বলছে ইসরাইল
ইরান ইসরাইলের সামরিক স্থাপনাগুলোর ওপর শনিবার ভোরে এক নতুন ও বৃহৎ মাত্রার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) এ হামলা ইসরাইলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে সরাসরি তেলআবিবের কেন্দ্রস্থলে আঘাত হানে।এর ফলে সেখানে বিস্ফোরণের পর আগুন জ্বলে ওঠে।