দ্বিতীয় প্রান্তিক : এনভিডিয়ার ৩৯% আয়ে অবদান দুই গ্রাহকের
২৭ জুলাই শেষ হওয়া এনভিডিয়ার দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) মোট আয়ের ৩৯ শতাংশের অবদান দুই গ্রাহকের। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (এসইসি) জমা দেয়া নথিতে এ তথ্য উল্লেখ করেছে চিপ নির্মাতা কোম্পানিটি। খবর টেকক্রাঞ্চ।