Web Analytics

গণসংহতি আন্দোলনের আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে জুলাই-আগস্টের শহীদ ও আহতদের স্বীকৃতি, বিচার, পুনর্বাসন ও “জুলাই সনদ” ঘোষণার জোরালো দাবি ওঠে। শহীদদের পরিবার ও আহত যোদ্ধারা অভিযোগ করেন, দীর্ঘ এক বছরেও তারা বিচার, স্বীকৃতি কিংবা সঠিক চিকিৎসা পাননি। কেউ লাশ পাননি, কেউ নাম মুছে যাওয়ার ভয় নিয়ে বেঁচে আছেন। বক্তারা বলেন, অজ্ঞাত লাশের ডিএনএ পরীক্ষা ও ইতিহাস সংরক্ষণ জরুরি। দৃকের প্রতিষ্ঠাতা শহীদুল আলম বলেন, যারা এখন সরকারে রয়েছে কেউ বুক পাতেনি, কেউ গুলি খায়নি। যারা বুক পেতেছে তাদেরকে সম্মান না করলে তাদের সম্মান নিশ্চিত না করলে ইতিহাসে তারা বেইমান হিসেবে চিহ্নিত হবেন। জোনায়েদ সাকি অন্তর্বর্তী সরকারের কাছে ৫ আগস্টের আগেই পূর্ণাঙ্গ তালিকা, স্বীকৃতি ও সুচিকিৎসার দাবি জানান।

05 Jul 25 1NOJOR.COM

যারা এখন সরকারে রয়েছে কেউ বুক পাতেনি, কেউ গুলি খায়নি। যারা বুক পেতেছে তাদেরকে সম্মান না করলে তাদের সম্মান নিশ্চিত না করলে ইতিহাসে বেইমান হিসেবে চিহ্নিত হবেন: শহীদুল আলম

নিউজ সোর্স

জুলাই হত্যাকাণ্ডের বিচারের দায়িত্ব অন্তবর্তী সরকারকেই নিতে হবে

দ্রুততম সময়ের মধ্যে জুলাই-আগস্টে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার, আহত যোদ্ধাদের দায়িত্ব নেওয়া ও জুলাই সনদ ঘোষণাসহ অন্তবর্তী সরকারের কাছে বিভিন্ন দাবি জানিয়েছেন শহীদ পরিবার ও বিশিষ্ট নাগরিকরা।